বাগেরহাটে ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

বাগেরহাট পৌরসভাধীন শহরে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং দিয়ে গোপনে কারখানা করে আইসক্রিম তৈরি করে বাজারজাত করছে একটি চক্র। এ খবর গোপনে পেয়ে বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ওই কারখানায় হানা দেয় এবং অনুমোদনহীন কারখানায় ভেজাল আইসক্রিম তৈরি ও বাজারজাত করার অপরাধে ব্যবসায়ী তাছলিমা বেগমকে হাতে-নাতে ধরে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাগেরহাটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, শহরের নাগের বাজার এলাকায় একটি গোপন কারখানায় হানা দেয়া হয়। এখানে অনুমোদনহীন কারখানায় ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরি, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, বিভিন্ন দামি ব্রান্ডের প্যাকেটে অস্বাস্থ্যকর আইসক্রিম প্যাকেট করে বাজারজাত করার অপরাধে কারখানার ব্যবসায়ী তাছলিমা বেগমকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন না নেয়া পর্যন্ত কারখানাটি বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

আইসক্রিম কারখানার কয়েকটি ফ্রিজে মজুদ রাখা থাকা বিপুল পরিমাণ আইসক্রিম ও কোমল পানীয় প্রকাশ্য জনসম্মুখে গাড়ির চাপা দিয়ে পৃষ্ট করে ধ্বংস করা হয়।

কারখানাটির লোকেশন ও অপরাধ বিষয়ে আব্দুল্লাহ আল ইমরান আরো বলেন, শহরের স্টেডিয়ামের পিছনে একটি টিনসেড ঘরে অবস্থিত কারখানাটির কোনো নাম নেই। ভেতরে কয়েকটি ফ্রিজ, পানির ট্যাংকি ও বেশকিছু মেশিনারিজ। পানির ট্যাংকিতে ময়লাযুক্ত পানি। এখান থেকেই প্রতিদিন ভোরে জেলার বিভিন্ন এলাকায় ভ্যান ও অন্যান্য গাড়িতে করে আইসক্রিম সরবারহ করা হয়। ওই ঘর থেকে কিছুদূরে জালঘর নামের আরেকটি ঘরে বিপুল পরিমান আইসক্রিম থাকলেও, ব্যবসায়ী তাছলিমা বেগম ওই ঘরের তালা খুলতে রাজি হননি। পরে তালা ভেঙে সেখানে বিপুল পরিমাণ আইসক্রিম পাওয়া যায়।

স্বাআলো/এসএ

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি