নড়াইলে নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

নড়াইলের সদর উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সাথে সদর উপজেলার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।

সভায় নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সকল সাংবাদিকের সাথে পরিচিত হন এবং সদর উপজেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডসহ সকল কর্মকাণ্ড সুষ্ঠু ও সুন্দরভাবে পারিচালনার জন্য সাংবাদিকদের সহযোগিতা চান এবং সাংবাদিকদের পক্ষ থেকেও তাকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

তিনি আরো বলেন- আমি এখানে দীর্ঘস্থায়ী নয়, নড়াইল আপনাদের এলাকা, নড়াইলের ভালো-মন্দ আপনারা বুঝবেন। তাই আমি আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সহ-সভাপতি মলয় কুমার নন্দী, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, যুগ্ম সম্পাদক তারিকুজ্জামান লিট, কোষাধ্যক্ষ সুজয় বকসী, নড়াইল প্রেসক্লাবের সদস্যগণসহ সদর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

.

Author
সুজয় বকসী, নড়াইল