মাগুরায় বজ্রপাত রোধে রাস্তার পাশে তাল বীজ রোপণ

মাগুরা এসএফএনটিসির আওতাধীন শ্রীপুর এসএফপিসি অধিক্ষেত্রে সামাজিক বনায়নের অংশ হিসেবে ২০২২-২৩ আর্থিক সালে সৃজিত ২য় আবর্তের স্ট্রিপ বাগান এ স্থানীয় উপকারভোগীদের মাধ্যমে তাল বীজ রো পণ কর্মসুচি উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর এ তাল বীজ বপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা এসএফএনটিসি ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর উল্লাহ, শ্রীপুর এসএফপিসির ফরেষ্টার তপনেন্দ্রনাথ সরকার প্রমুখ।

মাগুরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর উল্লাহ বলেন, তাল গাছ হচ্ছে প্রাকৃতিক আর্থিং, যা বজ্রপাতের হাত থেকে মানুষের জীবন রক্ষা করে।

যে কারণে প্রকৃতিক দুর্যোগ মোকাবেলায় বেশি-বেশি করে তাল গাছ লাগাতে হবে। বজ্রপাত প্রতিরোধে তাল গাছের বিকল্প নেই।

শ্রীপুর উপজেলায় রাস্তার পাশের ১৪ কিলোমিটার এলাকা জুড়ে এক হাজার ৪০০ তাল বীজ রোপণ করা হবে। এ কার্যক্রম চলমান। পর্যায়ক্রমে মহম্মদপুর ও মাগুরা সদর ও শালিখা উপজেলায় এ তাল বীজ রোপণ করা হবে।

স্বাআলো/এস

.

Author
লিটন ঘোষ জয়, মাগুরা
জেলা প্রতিনিধি