গায়ে লেখা মূল্যেই বিক্রি করতে হবে স্যালাইন, অনিয়ম পেলে দোকান বন্ধের হুশিয়ারি

সারাদেশের ফার্মেসিগুলোতে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে অভিযান চালানোর কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে স্যালাইন নিয়ে অনিয়ম পেলেই দোকান বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ হুঁশিয়ারি দেন সংস্থাটির মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান।

তিনি বলেন, স্যালাইনের গায়ে থাকা সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে এক টাকাও বেশি বিক্রি করা যাবে না। আমি স্পষ্টভাবে এটি সংশ্লিষ্টদের জানিয়ে দিতে চাই। এরপরও যদি কেউ বেশি দামে স্যালাইন বিক্রি করেন, তাহলে আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।

তিনি বলেন, কৃত্রিম সংকটের কথা বলে বাড়তি দাম নেয়া যাবে না। বেশি দামে স্যালাইন বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শফিকুজ্জামান বলেন, স্যালাইনের সোর্স ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোই। স্যালাইন তো ভ্যানে বিক্রি হয় না। ডিস্ট্রিবিউশন চেইনের মাধ্যমে ফার্মেসিতে বিক্রি হয়। তাহলে এটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত। যতক্ষণ মজুত আছে ততক্ষণ গায়ে লেখা দামেই বিক্রি করতে হবে।

স্যালাইন কম আছে আর চাহিদা বেশি আছে এই সুযোগে দাম বাড়ানো যাবে না। বৃহস্পতিবার থেকে দেশে ফার্মেসিগুলোতে অভিযান চালানো হবে বলেও জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মহাপরিচালক।

স্বাআলো/এস

.

Author
ঢাকা অফিস