শিক্ষক স্বল্পতা দূর করতে কাজ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কোথাও কোথাও শিক্ষক স্বল্পতা রয়েছে। সেই স্বল্পতা দূর করতে নানাভাবে কাজ করছি। আমরা প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষক-স্বল্পতা দূর করতে কাজ করছি।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর বাবুরহাট মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে পুরস্কার প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

ডা. দীপু মনি আরো বলেন, বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। এটা শুধু দেশে নয়, সারা বিশ্বের মানুষ জানে। অতি সম্প্রতি জি-২০ সামিটে প্রধানমন্ত্রী সেখানে সম্মানিত হয়েছেন। বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিরা যেভাবে দেশে আসছেন, সবকিছু মিলিয়ে কী মনে হয়? কোথায় কোন পত্রিকা কিংবা কোথায় কে-কী বললো তাতে কিছু যায় আসে না। আমরা নির্বাচনমুখী দল, আমরা জনগণের রায় বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, জনগণের কথা রেখেছি। আবারো আস্থা বিশ্বাস রেখে আমাদের সুযোগ দেবে জনগণ।

স্বাআলো/এস

.

Author
ঢাকা অফিস