মেহেরপুরে প্রাইভেটকারের ধাক্কায় ব্যাটারিচালিত পাখিভ্যান চালক সবুজ ওরফে পটল (৩১) নিহত হয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের এই দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ সদর উপজেলার গোপালপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, মদনা গ্রাম থেকে পাখিভ্যান নিয়ে গোপালপুর গ্রামের দিকে যাচ্ছিলেন।
পথে মেহেরপুর থেকে ছেড়ে আসা গাংনীগামী একটি প্রাইভেটকারের সঙ্গে পাখিভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সবুজ।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্বাআলো/এস
.
Author
