ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে মধ্যাহ্নভোজ করলেন সোশ্যাল মিডিয়ার কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান তিনি।
জানা যায়, কে বা কারা হিরো আলমকে হত্যার হুমকি দিয়েছে। এ কারণে নিরাপত্তা শঙ্কার জন্য তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলতেই ডিবি কার্যালয়ে যান।
এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন হিরো আলম।
ভিডিওতে তিনি বলেন, সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টা ৫২ মিনিটে মোবাইল ফোনে আমার (হিরো আলম) কাছে চাঁদা দাবি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
স্বাআলো/এসএস
.
Author
