রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এছাড়া বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির নিহত হয়েছেন। তবে তাদের কারোর নাম পরিচয় জানা যায়নি।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে ক্যান্টনমেন্ট স্টাফ রোড রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর জানান, ভোরে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে যান দুই যুবক। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। তবে তারা ট্রেনের ছাদ থেকে পড়ে গেছেন, নাকি ট্রেনের দরজা থেকে পড়ে গেছেন তা জানা যায়নি।
তিনি জানান, সিআইডির ক্রাইম সিন তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তাদের পরনে ছিলো কালো রঙের হাফ হাতা গেঞ্জি ও কালো জিন্স প্যান্ট। তাদের দুইজনেরই বয়স আনুমানিক ২০ বছর।
এদিকে বিকেল ৪টার দিকে বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া স্টেশনের অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী সোহেল জানান, বিকেলে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় এই ঘটনা ঘটে।
স্বাআলো/এসএস
.
