বৃহস্পতিবার যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা দেননি ৮৬২ পরীক্ষার্থী

ফাইল ছবি

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এইচএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে ১৪ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিন যশোর বোর্ডে ৮৬২ জন পরীক্ষার্থীসহ সারাদেশে ১৩ হাজার ৮২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

সকালে এইচএসসির পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা এবং বিকেলে খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিনে সকালে আলিমের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রমের একাদশ শ্রেণির হিসাববিজ্ঞান ও দ্বাদশ শ্রেণির বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন, এইচএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের দ্বাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান-২ ও একাদশ শ্রেণির পদার্থবিজ্ঞান-১ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিন এইচএসসি ও সমমান পরীক্ষায় বহিষ্কৃত হয়েছেন ১৪ জন পরীক্ষার্থী। সকালের পরীক্ষায় ওই শিক্ষার্থীরা বহিষ্কৃত হলেও বিকেলের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী বহিষ্কৃত হননি। সকালের পরীক্ষায় বহিষ্কৃতদের মধ্যে ঢাকা বোর্ডের ৬ জন, রাজশাহী বোর্ডের ১ জন, বরিশাল বোর্ডের ২ জন, দিনাজপুর ও কুমিল্লা বোর্ডের ১ জন করে এবং আলিমের ৩ জন পরীক্ষার্থী রয়েছেন।

বৃহস্পতিবার সকালে পরীক্ষা ছিলো ১১ লাখ ৪৬ হাজার ৯৬৬ জনের। এর মধ্যে ২ হাজার ৬৪৯ টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন ১১ লাখ ৩৩ হাজার ১৩৮ জন। সকালের পরীক্ষা অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৮২৮ জন। আর বিকেলের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো ১৭১ জনের। পরীক্ষায় অংশ নেন ১৭০ জন। ১ জন অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবারের পরীক্ষায় মোট অনুপস্থিত ছিলেন ১৩ হাজার ৮২৯ জন পরীক্ষার্থী।

সকালের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডের ২ হাজার ২৭৭ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ২৪৭ জন, কুমিল্লা বোর্ডের ৯২৮ জন, যশোর বোর্ডের ৮৬২ জন, চট্টগ্রাম বোর্ডের ৭০৩ জন, সিলেট বোর্ডের ৬৮২ জন, বরিশাল বোর্ডের ৫১২ জন, দিনাজপুর বোর্ডের ৯৯৯ জন, ময়মনসিংহ বোর্ডের ৫১৯ জন, আলিমের ৩ হাজার ৬৮ এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২ হাজার ৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বিকেলে পরীক্ষায় শুধু ঢাকা বোর্ডের ১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

স্বাআলো/এসএ

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর