ডেঙ্গুজ্বরের প্রকোপকে পুঁজি করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী স্যালাইনের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়তি পকেটে ঢুকাচ্ছে। এই অপতৎপরতা রোধে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংকেট দাম বৃদ্ধির অজুহাতে নারায়ণগঞ্জে ৮৭ টাকার স্যালাইন বিক্রি করা হয়েছে ৩০০ টাকায়। ঘটনা ধরা পড়ায় সংশ্লিষ্ট দোকানিকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নারায়ণগঞ্জে অভিযান চালান। অতিরিক্ত দামে ডিএনএস স্যালাইন বিক্রির অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়।
এ সময় সদর জেনারেল হাসপাতালে সামনে ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি করায় ‘ফার্মেসী পয়েন্ট’ নামে একটি ওষুধের দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, অধিদফতরের মহাপরিচালকের নির্দেশে বৃহস্পতিবার সারাদেশের ফার্মেসিগুলোতে অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে সদর জেনারেল হাসপাতালের সামনে ওষুধের দোকান মনিটরিং করার সময় ৮৭ টাকার স্যালাইন ৩০০ টাকায় বিক্রি করায় ‘ফার্মেসী পয়েন্ট’ নামের একটি ওষুধের দোকানিকে জরিমানা করা হয়।
স্বাআলো/এসএ
.
