ডেঙ্গুতে প্রাণ গেলো আরো ১১ জনের, হাসপাতালে ২৬৬৩

ফাইল ছবি

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ছয়জন ঢাকার বাসিন্দা। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬৬৩ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯০০ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৭৬৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৯১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৮৩৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ৪৯ হাজার ১৪৪ জন। মারা গেছেন ৭৭৮ জন। এর মধ্যে ঢাকা সিটির ৫৪৩ জন এবং ঢাকা সিটির বাইরের ২৩৫ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

স্বাআলো/এস