ফিফার বর্ষসেরা পুরস্কারের দৌড়ে আছেন যারা

ফুটবল ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও একের পর এক পুরস্কারের জন্য মনোনয়ন পাচ্ছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

কাতার বিশ্বকাপের শিরোপা তার ক্যারিয়ারে কেবল পূর্ণতাই দেয়নি, আরো অনেক ব্যক্তিগত পুরস্কারের পথও খুলে দিয়েছে।

কিছুদিন আগেই অষ্টম ব্যালন ডিঅর পাওয়ার তালিকায় নাম তুলেছেন মেসি। এবার ২০২৩ সালের ‘ফিফা বেস্ট মেনস প্লেয়ার’ অ্যাওয়ার্ডের জন্যও তিনি মনোনীত হয়েছেন।

ব্যালন ডিঅরের মতো এই দৌড়েও তার সঙ্গে রয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে এবং নরওয়েজিয়ান ম্যানচেস্টার সিটির তারকা আর্লিং হালান্ড।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ১২ সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

স্বাআলো/এস

.

Author
স্পোর্টস ডেস্ক