বৃহস্পতিবার ২০২৩ ফিফা দ্য বেস্টের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। পুরুষ ফুটবলারদের তালিকায় আছেন মোট ১২ খেলোয়াড়। এই তালিকা প্রকাশের ফলে এখন থেকে ভক্তরা ভোট দিতে পারবেন। অক্টোবরের ৬ তারিখ পর্যন্ত ভোট দিতে পারবেন ভক্তরা।
১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। ফিফার প্রকাশিত তালিকায় আছেন লিওনেল মেসি, আর্লিং হালান্ড, কিলিয়ান এমবাপ্পের নাম। নেই ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমারের নাম। তালিকায় থাকা ১২ খেলোয়াড়ের ৬ জনই ম্যানচেস্টার সিটিতে ট্রেবল জিতেছেন গেলো মৌসুমে।
ফিফা দ্য বেস্টের মনোনয়নের তালিকায় থাকা ১২ খেলোয়াড়ের নাম:
জুলিয়ান আলভারেজ, মার্সেলো ব্রোজোভিচ, কেভিন ডি ব্রুইনে, ইকাই গুনদোয়ান, আর্লিং হালান্ড, রদ্রি, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, ভিক্টর ওসিমহেন, ডেকলান রাইস, বার্নার্দো সিলভা ও খভিচা কাভারাটস্খেলিয়া।
এ ছাড়া বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা কোচ (পুরুষ ও নারী), বর্ষসেরা গোলকিপার (পুরুষ ও নারী) এর মনোনয়ন তালিকাও প্রকাশ করা হয়েছে।
বর্ষসেরা পুরুষ কোচের তালিকায় আছেন বার্সেলোনাকে লা লিগা শিরোপা জেতানো জাভি হার্নান্দেজ, ম্যানচেস্টার সিটির ট্রেবল জয়ী পেপ গার্দিওলা, নাপোলিকে সিরি আ শিরোপা জেতানো লুসিয়ানো স্পালেত্তি। আছেন সিমোনে ইনজাঘি ও টটেনহ্যামের বর্তমান কোচ পোস্তেকোগলু। গেলো মৌসুমে সেল্টিককে লিগ শিরোপা জেতান পোস্তেকোগলু।
বর্ষসেরা গোলকিপারের তালিকায় আছেন, ইয়াসিন বুনো, থিবো কর্তোয়া, এদেরসন, আন্দ্রে ওনানা ও আন্দ্রে টের স্টেগেন।
স্বাআলো/এসএ
.
