বাংলাদেশের আঁখি-সানজিদাসহ একাধিক ফুটবলারকে নেয়ার পরিকল্পনা করেছে নতুন স্পনসর পাওয়া ইমামি ইস্ট বেঙ্গল ক্লাব। আঁখি-সানজিদাদের খেলাতে চায় ইস্ট বেঙ্গল ক্লাব।
ইস্ট বেঙ্গল ক্লাবের নারী ফুটবল কর্মকর্তা ইন্দ্রানী সরকার বলেছেন, একটা খেলা শুরু হয়ে যাবে অক্টোবরে। আর ইন্ডিয়ান ওমেন্স লিগ শুরু হবে নভেম্বরে। সেটি বাংলাদেশের ফুটবলাররা খেলতে পারবেন। আমরা বাংলাদেশের ফুটবলারদের নিতে চাই। ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে ওরা যদি খেলতে পারে, আমরাও খুশি হবো। সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ভালোই খেলেছে। আমাদের পছন্দ বাংলাদেশের ফুটবলার।
ভারতের এই লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় দলের সানজিদা আক্তার। তিনি বলেছেন, আমি খেলবো। ভারতের ফুটবলে খেলতে পারলে আমাদের ফুটবলের জন্য এটা ভালো। অন্য মেয়েরা ফুটবলের প্রতি আগ্রহী হবে। তিনি বলেন, আমরা অনেকেই আগেও বিভিন্ন দেশে খেলার ডাক পেয়েছিলাম। কিন্তু পল স্যার আমাদের যেতে দেননি।
চীনে চলে যাওয়া জাতীয় দলের সাবেক ফুটবলার আঁখি খাতুনও ভারতে খেলতে রাজি। বাংলাদেশ থেকে একাধিক ফুটবলার নেয়ার আগ্রহ থাকলেও তারা খেলতে যেতে পারবেন কিনা, তার নিশ্চয়তা নেই।
কারণ নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সম্প্রতি জানিয়েছেন, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত খেলা হলে বাংলাদেশের ফুটবলাররা যেতে পারবেন না। কারণ তখন ফ্র্যাঞ্চাইজি ফুটবল হবে ঢাকায়।
ফ্র্যাঞ্চাইজি ফুটবল হবে বলে আগেও একাধিক খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজি লিগ ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই লিগ আর হয়নি। এবারো যে ফ্র্যাঞ্চাইজি লিগ হবে, তার কোনো নিশ্চয়তা নেই।
কিরণ জানিয়েছেন, নভেম্বরেই হবে। এ বছর যদি না হয়, আর ভারতের নারী ফুটবল ইন্ডিয়ান ওমেন্স লিগেও যদি খেলতে না যাওয়া হয়, তাহলে খেলোয়াড়েরাও বঞ্চিত হবেন।
স্বাআলো/এস
.
