বিএনপি অনেক বড় বড় কথা বলে। নারায়ণগঞ্জে কোন্দলের নাটক করে তারা সময় টিভি ও একাত্তর টিভির সাংবাদিকদের নির্মমভাবে পেটালো। এখনই তারা পেটানো শুরু করে দিয়েছে। সেদিন হকাররা ধাওয়া না দিলে তো মেরেই ফেলতো। তাই এদের ছাড় দেয়া যাবে না। নভেম্বরে তফসিল হবে। সেদিন তুমিও সমান, আমিও সমান; সেদিন খেলা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) একেএম শামীম ওসমান।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জের বন্দরে সমরক্ষেত্র মাঠে আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, বিএনপিতে অনেক ভালো ভালো লোক ছিলো। অনেক ভালো নেতা ছিলো, কিন্তু বিএনপির ভালো লোকদের তারেক লাথি দিয়ে বের করে দিয়েছে। তারেক যেমন লোক, তেমনই লোকজনকে সে বেছে নিয়েছে।
তিনি বলেন, ওরা ক্ষমতায় এসে আমাদের বাড়ি হীরা মহলে ওরা হামলা করেছিলো। আমরা তো কাউকে আঘাত করিনি। তবে এবার ছাড় দেয়া হবে না।
বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান প্রমুখ।
স্বাআলো/এসএ
.
