আকাশী নীলদের কোচের দায়িত্বে লিওনেল মেসি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলেন সহকারী কোচ হলেন লিওনেল মেসি। চমকে উঠার মতোই খবর দিয়েছে টিএনটি স্পোর্টস।

টিএনটি স্পোর্টস বলছে, বলিভিয়ার বিপক্ষে ম্যাচে স্কোয়াডের বাইরে থাকলেও মেসি ডাগআউটে বসে ছিলেন অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে।

বলিভিয়াতে নিজেদের খেলা বা খেলোয়াড় নয় বরং মেসি আর তার পায়ের কারুকাজ দেখতেই সমর্থকদের এমন ক্রেজ। তবে তাদের মন রক্ষা করা যায়নি, বলিভিয়ার উচ্চতার কাছে হার মেনেছিলো লিওর ক্লান্তি।

মেসির মধ্যে যে ফ্যাটিগ কাজ করছে সেটা বোঝা গিয়েছিলো শেষ ম্যাচে। ইকুয়েডরের বিপক্ষে দলের হয়ে জয়সূচক গোল করে শেষ মুহূর্তে উঠে যান নিজ থেকে। তখনই ধারণা করা হচ্ছিলো পরের ম্যাচে খেলতে পারছেন না লিও।

হয়েছেও ঠিক তাই। লিওকে শুধুই একাদশ নয় বরং স্কোয়াডের বাইরে রেখেই পরিকল্পনা সাজান স্কালোনি। কিন্তু এখানেই ঘটেছে তেলেসমাতি এক কাণ্ড। বলিভিয়ার বিপক্ষে যে লিওনেল মেসিকে বসতে দেখা গেছে ডাগআউটে তিনি ফুটবলার মেসি নন বরং আর্জেন্টিনার অ্যাসিস্টট্যান্ট কোচ।

টিএনটি স্পোর্টস করেছে খোলাসা। বলছে, বলিভিয়ার ম্যাচের আগে ফিফার কাছে অ্যাসিস্ট্যান্ট কোচের ফর্ম পূরণ করেছিলেন মেসি, যা অনুমোদিতও হয়েছিলো। ফলে বলিভিয়া ম্যাচে মেসি বিশ্রামে নন বরং তিনি হয়ে উঠেছিলেন আকাশী নীলদের সহকারী কোচ।

কোচ হোক আর খেলোয়াড়… মেসিকে খেলতে হয়নি, এই খবরে সবচেয়ে বেশি খুশি নিশ্চয়ই ইন্টার মায়ামির কোচ টাটা মার্তিনো। কারণ দলের হয়ে টানা খেলে যাচ্ছেন মেসি, ১১ ম্যাচ খেলে করেছেন ১১ গোল, সাথে আছে তার ৮ অ্যাসিস্ট। বিশ্রাম দেয়ারও কোনো পরিকল্পনা করার সাহস পাচ্ছেন না মার্তিনো।

এরই মধ্যে ইন্টার মায়ামি গেলো ম্যাচ খেলেছে মেসিহীন, জয় পেলেও প্লে অফে টিকে থাকতে চাই মেসির ট্রান্সফর্মেটিভ পার্ফর্ম্যনান্স। তাইতো আর্জেন্টিনার হয়ে গেলো ম্যাচ না খেলায় মেসি পেয়ে গেলেন অটো বিশ্রাম। শনিবার এএমএলএসে ইন্টার মায়ামি মাঠে নামবে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে। সব ঠিক থাকলে মেসিকে দেখা যাবে এই ম্যাচে।

স্বাআলো/এসএ

.

Author
স্পোর্টস ডেস্ক