এশিয়া কাপে ভারতকে হারিয়েই দেশে ফিরতে চান সাকিব

এশিয়া কাপে চার ম্যাচে বাংলাদেশের অর্জন কেবল এক জয়। সেটিও আফগানিস্তানের বিপক্ষে। এ ছাড়া শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে প্রতিটি ম্যাচেই দেখা গেছে ব্যাটিং ইউনিটের দৈন্যদশা। ফলাফল তিন ম্যাচেই পরাজয়।

এমন দৃষ্টিকটু পারফরম্যান্সের কারণে সুপার ফোর থেকেই এশিয়া কাপের মিশন শেষ করতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

সুপার ফোরের শেষ ম্যাচে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। কাগজ-কলমের হিসেবে এই ম্যাচটি টাইগারদের জন্য নিয়মরক্ষার ম্যাচ। ম্যাচটিতে কিছু হারানোর নেই বাংলাদেশের। তবে অর্জনের রয়েছে একটি বিষয়।

সেটি হলো জয় দিয়ে এশিয়া কাপের শেষটা রাঙানোর সম্ভাবনা।

ম্যাচটি নিয়ম রক্ষার হলেও সেটি নিয়ে হেলাফেলা করছেন না জাতীয় দলের দলপতি সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে জয় দিয়েই এশিয়া কাপের মিশন শেষ করতে তিনি বদ্ধপরিকর।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এমনটাই জানান সাকিব।

সাকিব বলেন, আমরা যদি শেষ ম্যাচ জিতে দেশে যেতে পারি অবশ্যই এটা আমাদের জন্য ভালো দিক হবে। এই ম্যাচ থেকে অন্য কিছু চাই না, শুধু জিততে চাই।

বাংলাদেশের বিপক্ষে সাইডবেঞ্চের শক্তিমত্তা পরীক্ষা করে দেখতে চায় ভারত এমনটা আগে থেকেই বলা রয়েছে। আর তাই সিএ ম্যাচে প্রতিপক্ষকে সহজভাবে দেখছেন কিনা সেই প্রশ্নের জবাবে বাঁহাতি এই অলরাউন্ডার বলেন, খেলার পরে বলতে পারবো, আগে কীভাবে বলবো সহজ হবে, না কঠিন হবে। আমরা যাবো, যতোটা সম্ভব ভালো খেলা যায়, জেতার জন্য খেলা।

স্বাআলো/এস

.

Author
স্পোর্টস ডেস্ক