বাগেরহাটের মোংলাবন্দর পৌর এলাকায় পুলিশের অভিযানে একজন দুর্ধর্ষ মোবাইল ফোন ছিনতাইকারী ও একজন মাদক বিক্রেতা গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মোংলা বন্দর কবরস্থান রোডের লুৎফর কাজীর ছেলে মেহেদী হাসান কাজী (২৮) ও শেওলাবুনিয়া বুদ্ধিজীবি মোড় এলাকার খলিল আকনের ছেলে তানভীর আকন (২৩)।
মোবাইল ফোন ছিনতাইকারী তানভীর আকনের কাছ থেকে দুইটি এন্ড্রয়েড ফোন এবং মেহেদী হাসানের কাছ থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়েরপূর্বক বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট আদালতের প্রেরণ করা হয়।
মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, বুধবার রাতে আটককৃত মোবাইল ছিনতাইকারী তানভীরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবাইল ছিনতাইয়ের কথা স্বীকার করে। সে মোংলা উপজেলার মেইন গেটের সামনে থেকে রাতে একটি মোবাইল ছিনতাই করে এবং তার কাছ থেকে পাওয়া অপরটি এক সপ্তাহ আগে চিলা ইউনিয়নের জালচেরা ব্রিজ এলাকা থেকে ছিনতাই করে। তাকে গ্রেফতারের সময় আরো তিনজন পালিয়ে যায়। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে ১০ পিস ইয়াবাসহ মেহেদী হাসান নামে আরো এক যুবককে আটক করা হয়েছে।
স্বাআলো/এসএস
.
