‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’, এই স্লোগান নিয়ে পটুয়াখালীতে ৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া শিক্ষা সমিতির জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ডিসি স্কয়ার মাঠে জেলা স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া শিক্ষা সমিতির পটুয়াখালীর আয়োজনে দুই দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা বেলুন ফেস্টুন ,জাতীয় পতাকা এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদীয় আসন- ৩২৯ এর সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন।
জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকমল হোসেন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান।
৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া শিক্ষা সমিতির জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ছাত্র ও ছাত্রী, কাবাডি, ছাত্র ও ছাত্রী, হ্যান্ডবল ছাত্র ও ছাত্রী এবং সাঁতার ও দাবা প্রতিযোগিতায় জেলার আটটি উপজেলার ছাত্র ও ছাত্রীরা অংশ গ্রহণ করেন।
খেলা পরিচালনা করেন বিভিন্ন স্কুল-মাদরাসা ও কারিগরি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাস্থ্য ও সুরক্ষা শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ।
স্বাআলো/এস
.
