টাঙ্গাইলে কাভার্ডভ্যানচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ধনবাড়ী উপজেলার ভাইঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার কেন্দুয়া এলাকার আলতাফ হোসেনের ছেলে জাহিদ হাসান (২৭) ও পাবনা জেলার ভাংগুড়া উপজেলার ময়দান দিঘীর বড় পুকুরীয়ার নেক্কার আলীর ছেলে ধনবাড়ীর প্রশিকার ব্যবস্থাপক মোতালেব হোসেন (৪০)।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত ইদ্রিস আলী জানান, জামালপুর থেকে একটি কাভার্ডভ্যান মধুপুরের দিকে যাচ্ছিলো। এ সময় ভাইঘাট এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটি উল্টে চলন্ত মোটরসাইকেলের ওপর পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মধুপুর ও ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
স্বাআলো/এস
.
