রাজধানীর গুলশানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- তেজগাঁওয়ের একটি এসি সার্ভিস সেন্টারের এসি মিস্ত্রি রাজীব (১৯) ও সোহেল (৩০)। তারা গুলশান-২ নম্বরের ৩৫ নম্বর সড়কের একটি বাড়িতে এসি মেরামত করছিলেন।
গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শাকিল হোসেন বলেন, রাতে ৩৫ নম্বর রোডের একটি ভবনের ১০ তলার বাসায় এসি মেরামতের জন্য ফোন করে ডাকা হয় তেজগাঁওয়ের একটি এসি সার্ভিস সেন্টারের কর্মীদের। সেখানে গিয়ে রশিতে ঝুলে এসি মেরামত করছিলেন রাজিব ও সোহেল। একপর্যায়ে একজন বিদ্যুৎস্পৃষ্ট হলে আরেকজন তাকে বাঁচাতে যান। পরে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মারা যান। মরদেহ দুটি উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল সেখান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
স্বাআলো/এসএস