যশোরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু

যশোরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী জবেদা বেগমের (৬০) মৃত্যু হয়েছে।

ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের দোশতিনা গ্রামে স্বামীর লাঠির আঘাতে বৃদ্ধা স্ত্রী জবেদা বেগম (৬০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত স্বামী আবদুস সালামকে (৬৫) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সালাম কৃষিকাজ শেষ করে বাড়িতে এলে তার স্ত্রী জবেদা বেগমের সঙ্গে ঝগড়া হয়। স্ত্রী অভিযোগ করেন, তাকে না দিয়ে তিনি অন্যভাবে টাকা খরচ করেন। এ নিয়ে দুইজনের তর্কাতর্কির একপর্যায়ে স্বামী ডুমুর গাছের ডাল দিয়ে স্ত্রীকে মারধর করেন। এর কিছুক্ষণ পরেই বৃদ্ধা জবেদা বেগম মারা যান।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, বড় ছেলেকে গোপনে টাকা দিতেন আবদুস সালাম। এটা নিয়েই কলহের জেরে লাঠি দিয়ে আঘাত করলে কিছুক্ষণ পরে স্ত্রী মারা যান। স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্বাআলো/এসএ

.

Author
নিজস্ব প্রতিবেদক, যশোর