দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৯৭টিতে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত হওয়ার একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি গুজব উল্লেখ করে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের কোনো তালিকা তারা প্রকাশ করেনি।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দেশের কয়েকটি অনলাইন পোর্টালে ‘৯৭ আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত যাদের’ শিরোনামে একটি খবর প্রকাশ হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে নানান আলোচনা চলছে।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম বলেন, এ ধরনের খবর কোথায় ছড়িয়েছে, কীভাবে ছড়িয়েছে আমার জানা নেই। এসময় তিনি তালিকাটি দেখতে চান।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে খবরটি ‘গুজব ও বিভ্রান্তিকর’ হিসেবে উল্লেখ করে স্ট্যাটাস দেয়া হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এধরনের কোনো তালিকা প্রকাশ করেনি। যারা বার বার এধরনের তালিকা বা মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য অসৎ। এসব গুজব দেখলেই পেজে ইনবক্স করুন অথবা info@albd.org এ ইমেইল করুন।
স্বাআলো/এস