পটুয়াখালীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

পটুয়াখালীতে ৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া শিক্ষা সমিতির জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ডিসি স্কয়ার মাঠে জেলা স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া শিক্ষা সমিতির পটুয়াখালীর আয়োজনে দুই দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যাদর সরকার।

জেলা শিক্ষা অফিসার মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা আইয়ুব আলী ও পরিদর্শক আবু হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ মাইনল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, সরকারি জুবলি বুচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনম আমিনুল হক মামুন ।

৫০তম জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া শিক্ষা সমিতির জেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ছাত্র ও ছাত্রী, কাবাডি, ছাত্র ও ছাত্রী, হ্যান্ডবল ছাত্র ও ছাত্রী এবং সাতাঁর ছাত্র ও ছাত্রী ও দাবা ছাত্র ও ছাত্রী প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলার বিভিন্ন স্কুল মাদরাসা ও কারিগরি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও ছাত্রীরা অংশ গ্রহণ করেন। বিজয়ী দল আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর বরিশাল অঞ্চলে খেলায় অংশ গ্রহণ করবেন।

খেলা পরিচালনা করেন বিভিন্ন স্কুল মাদরাস ও কারিগরি ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাস্থ্য ও সুরক্ষা শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ।

স্বাআলো/এস

.

Author
জেলা প্রতিনিধি, পটুয়াখালী