নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মলিনা বেগম এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল সদর হাসপাতালে মারা যায়।
নিহত মলিনা বেগম নলদী ইউনিয়নের দরি মিঠাপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ডেঙ্গু জ্বর নিয়ে মলিনা হাসপাতালে ভর্তির এক ঘণ্টার পর মারা যান।
এর আগে ২১ আগস্ট শহরের ভওয়াখালী এলাকার বাসিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আকরামুল আলম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রথমে নড়াইল সদর হাসপাতালে এবং পরে যশোর সদর হাসপাতালে ২৩ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া গত জুলাই মাসে শহরতলি দূর্গাপুর-নয়নপুর এলাকার শাক-সবজি বিক্রেতা আমেনা বেগম (৫০) ডেঙ্গু উপসর্গে মৃত্যুবরণ করেন।
সিভিল সার্জন অফিস সূত্র মতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে আটজন, লোহাগড়া হাসপাতালে সাতজন এবং কালিয়া হাসপাতালে পাঁচজন ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ জেলায় ৯৭৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে জেলার তিনটি হাসপাতালে ৫৪ জন ভর্তি আছেন।
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম জানান, এ মৌসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। নড়াইল জেলার বাইরে অন্য কোনো হাসপাতালে ডেঙ্গুতে কারো মৃত্যু হলে সেটা নড়াইলের মধ্যে ধরা যাবে না। এছাড়া ডেঙ্গুতে অন্য কারো মৃত্যু হয়েছে কিনা সে তথ্য আমাদের কাছে নেই।
স্বাআলো/এস
.
