না ফেরার দেশে সাংবাদিক মারুফ রায়হান

গ্লোবাল টেলিভিশন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি সাংবাদিক মারুফ রায়হান (৩৯) আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। সকাল ৮টায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার এনামুল হক মাসুম তার মৃত্যু নিশ্চিত করেছেন।

তার পিতার নাম ফকির ফজলুল হক মাস্টার। শহরের সাতদোহা পাড়ায় পরিবারের সাথে বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ আছর ভায়না কেন্দ্রীয় গোরস্থান মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে শোক জানিছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা এটিএম মহব্বত আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের সদস্য সচিব রূপক আইচ, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, বর্ণমালা সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট কাজী মিহির ও সাধারণ সম্পাদক লিটন ঘোষ জয়সহ জেলার বিভিন্ন সামাজিক, ও সংস্কৃতির সংগঠন।

স্বাআলো/এস

.

Author
লিটন ঘোষ জয়, মাগুরা
জেলা প্রতিনিধি