ভারতে নিপাহভাইরাসের হানা, দুইজনের মৃত্যু

ফাইল ছবি

ভারতের কেরালায় নিপাহভাইরাস শনাক্ত হয়েছে। ইতোমধ্যেই ভাইরাসটিতে দুইজনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও নমুনা পরীক্ষায় পজেটিভ আসা আরো দুইজনকে চিকিৎসার আওতায় নেয়া হয়েছে, যারমধ্যে একজন শিশু। সতর্কতা অবলম্বনে আক্রান্ত এলাকায় ভ্রমণ এড়ানোর পরামর্শ দেয়া হয়েছে।

কেরালার কোঝিকোড় জেলায় ভাইরাসটির হানা দেয়ার পরপরই ইতোমধ্যেই দিল্লির রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালের মাইক্রোবায়োলজিস্ট ডা. মালা ছাবরার নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে একটি ৫ সদস্যের কমিটিও করা হয়েছে। বৃহস্পতিবার কোঝিকোড়ে পৌঁছে তারা নিপাহ পরিস্থিতির পর্যালোচনা করেছেন। শুক্রবারও ভাইরাসটি শনাক্ত হওয়ার স্থল মারুথনকারা এবং অয়নচারি পঞ্চায়েত পরিদর্শন করবেন তারা।

এদিকে, ভাইরাসটির ছড়িয়ে পড়া এড়াতে আক্রান্ত এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর পরামর্শ দিয়েছেন কোঝিকোড় জেলা প্রশাসক গীতা। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বলেছেন, জেলার সমস্ত টিউশন সেন্টার এবং কোচিং সেন্টারগুলো এই দিনগুলোতে চালু রাখা উচিত নয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে পারে। অপ্রয়োজনীয় ভ্রমণ এবং জমায়েত এড়িয়ে চলুন।

অন্যদিকে, শুক্রবার রাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত মোট ছয়জনের শরীরে নিপাহভাইরাসের অস্তিত্ব মিলেছে, যারমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া নমুনা পরীক্ষায় সর্বশেষ ৩৯ বছর বয়সী এক ব্যক্তির শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সবমিলিয়ে বর্তমানে সক্রিয় কেসের সংখ্যা ৪টি।

স্বাআলো/এসএ

.

Author
আন্তর্জাতিক ডেস্ক