মাগুরা সাতদোহা এলাকার নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ সাতদোহা নবগঙ্গা নদীতে ভেসে ওঠে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তার বয়স আনুমানিক ৪০ বছর হবে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় উদ্ধারের জন্য কাজ করছে পুলিশের একাধিক টিম।
স্বাআলো/এস
.
Author
