চট্টগ্রামে কলেরার টিকা কার্যক্রম শুরু কাল, চলবে বৃহস্পতিবার পর্যন্ত

কলেরা নিয়ন্ত্রণে চট্টগ্রামে শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি।

আগামীকাল রবিবার (১৭ সেপ্টেম্বর) থেকে কলেরা টিকা কর্মসূচি শুরু হয়ে চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

চট্টগ্রাম নগরের ৩৮নং দক্ষিণ মধ্যম হালিশহর ও ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে টিকা কর্মসূচি চলবে।

জানা যায়, আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) উদ্যোগে প্র্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের অধীন চট্টগ্রাম নগরের ৩৮ ও ৩৯ নং ওয়ার্ডে কলেরা টিকা দেয়া হবে। এ দুই ওয়ার্ডে ১ লাখ ৩৫ লাখ মানুষকে ১৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনে কলেরা টিকার প্রথম ডোজ খাওয়ানো হবে। দ্বিতীয় ডোজ খাওয়ানো হবে আগামী ৮ থেকে ১২ অক্টোবর।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জোনাল মেডিকেল অফিসার ডা. হাসান মুরাদ চৌধুরী বলেন, এক বছরের ঊর্ধে বয়সীদের কলেরা টিকা খাওয়ানো হবে। প্রথম পর্যায়ে নগরের ৩৮ ও ৩৯নং ওয়ার্ডে এ কর্মসূচি চলবে। পরবর্তীতে নগরীর সবগুলো ওয়ার্ডে চালু করা হবে। টিকা কর্মসূচির জন্য দুই ওয়ার্ডে ৪৫টি স্পট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৮ নং ওয়ার্ডে ২২টি ও ৩৯ নং ওয়ার্ডে ২৩টি। প্রতিটি কেন্দ্রে পাঁচজন করে কর্মী টিকা কর্মসূচি বাস্তবায়ন কাজে নিয়োজিত থাকবেন।

স্বাআলো/এসএ

.

Author
চট্টগ্রাম ব্যুরো