ঠাকুরগাঁও সদরে পুকুরের পানিতে ডুবে সম্পদ কুমার (৭) ও মহারানী (৪) নামে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাগল প্রায় বাবা-মা।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার সেনুয়া ইউনিয়নে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।
নিহতরা ওই এলাকার দয়াল বর্মন ও ইতি রানী দম্পত্তির সন্তান।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
এক সাথে দুই সন্তান সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা ইতি রানীসহ স্বজনরা। অনাকাঙ্খিত এমন ঘটনায় পুরো এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ।
স্থানীয়রা জানান, কাজে ব্যস্ত থাকা বাবা-মায়ের চোখ ফাঁকি দিয়ে শিশু দুটি বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিলো। পরে হঠাৎ তাদের কোনো খোঁজ না পেয়ে তল্লাশি শুরু করে স্বজনরা। পরে পানিতে ডুবে থাকা অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়।
ওসি সোহেল রানা বলেন, ইতি রানীর তিন দুই সন্তান পানিতে ডুবে মারা যায়। এটি খুবই দুঃখজনক ঘটনা। এমন দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকার পরামর্শও দেন তিনি।
স্বাআলো/এসএস