স্বরূপদহে ড্রেনের পানিতে ডুবে প্রাণ গেলো দুই বছরের শিশুর

প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় ড্রেনের পানিতে ডুবে হোসাইন নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চৌগাছা উপজেলার স্বরূপদহ ইউনিয়নের নওদাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর বাবার নাম মফিজুর রহমান।

নিহতের স্বজন সোলাইমান হোসেন জানান, শনিবার বেলা ১১ টার দিকে নিজ বাড়ির পাশে খেলাধুলা করছিলো হোসাইন। হঠাৎ তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে বাড়ির পাশে একটি ড্রেনের পানিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহানাজ পারভিন টুম্পা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাআলো/এসএ

.

Author
আজিজুর রহমান, চৌগাছা (যশোর)
উপজেলা প্রতিনিধি