মেহেরপুরের সাপের ছোবলে গৃহবধূর মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় সাপের ছোবলে প্রাণ গেলো সালমা খাতুন (২০) এক গৃহবধূর। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভবানীপুর গ্রামের নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ সালমা খাতুন ওই গ্রামের কৃষক রাসেল হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে বসতবাড়িতে সবজি মাচান তৈরি করার সময় সালমার পায়ে সাপে দংশন করে। এ সময় স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দিলেও পরিবারের লোকজন তা অগ্রাহ্য করে। পরে সালমার বাবার বাড়ি ভবানীপুর গ্রামের পাশের গ্রাম রামনগরের এক ওঝার কাছে নেয়া হয়। এ সময় সেখানে দীর্ঘ সময় ধরে কথিত ওঝা নানা কেরামতি দেখিয়ে বিষ নামানোর নাটক করে। পরে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সালমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে ওঝা হাল ছেড়ে দেয়। এ সময় পরিবারের লোকজন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কথিত ওঝার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এসএস

.

Author
জেলা প্রতিনিধি, মেহেরপুর