মাগুরায় এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন

বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন মাগুরা জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের শিবরামপুর এলাকায় জেলা পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স এজেন্ট এন্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন এক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়।

সাবেক সংসদ সদস্য কামরুল লায়লা জলির সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন- এসোসিয়েশনের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক, আফিয়া আক্তার বাণী, মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম, আবু হাসিব মাখনসহ অন্যান্যরা।

সভা শেষে কামরুল লায়লা জলিকে সভাপতি ও এমদাদুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।

আগামী তিন বছর এ কমিটি দায়িত্ব পালন করবে। সভায় জেলার ৩২টি পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স এজেন্ট, পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

.

Author
লিটন ঘোষ জয়, মাগুরা
জেলা প্রতিনিধি