রাজবাড়ীতে ফেনসিডিলসহ টুটুল মোল্লা (৪০) নামে সাবেক এক ইউপি সদস্যকে (মেম্বার) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রাম থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাবেক ইউপি সদস্য টিটুল মোল্লা উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের বাসিন্দা।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদের নির্দেশনায় এ অভিযান চালানো হয়। অভিযুক্ত পুলিশের উপস্থিতি টের পেয়ে পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেফতার করে। ফেনসিডিল উদ্ধারের ঘটনায় বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আটক আসামি টুটুল মোল্লার বিরুদ্ধে আগে দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
স্বাআলো/এসএ
.
Author
