বাজারে অস্থিরতা কমাতে সরকার তিন পণ্য আলু-পেঁয়াজ ও ডিমের দাম বেঁধে দিলেও তা এখনো কার্যকর হয়নি। শুক্রবার বাজারে দেখা যায়, নির্ধারিত দামের চেয়ে অনেক বেশিতে এসব পণ্য বিক্রি হচ্ছে।
খুচরা ব্যবসায়ীদের অনেকেই বলেছেন, তারা সরকারের নির্ধারিত এ দাম সম্পর্কে কিছু জানেন না। আবার কেউ কেউ বলেছেন, সরকার যে দরে ডিম, আলু, পেঁয়াজের দাম নির্ধারণ করেছে তাতে বিক্রি করা সম্ভব নয়। কারণ, পাইকারিতেই এসব পণ্যের দাম বেশি।
উল্লেখ্য, গত কিছুদিন ধরেই পণ্য তিনটি নিয়ে বাজারে অস্থিরতা চলছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, সিন্ডিকেটের কারসাজির কারণেই তিনটি পণ্যের দামই লাগামহীনভাবে বেড়েছে। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে স্বল্প আয়ের মানুষকে।
বেঁধে দেয়া দাম অনুযায়ী, খুচরা পর্যায়ে প্রতিটি ডিমের দাম হবে সর্বোচ্চ ১২ টাকা অর্থাৎ এক হালি ৪৮ টাকা, প্রতি কেজি আলু ৩৬ টাকা এবং দেশি পেঁয়াজ ৬৫ টাকা। কিন্তু দর বেঁধে দেয়ার পরের দিন বাজারে গিয়ে নির্ধারিত দরে কোনো পণ্য বিক্রি হতে দেখা যায়নি।
বেঁধে দেয়া দাম প্রসঙ্গে এক বিক্রেতা বলেন, সরকার যে ডিম, আলু, পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে তাতো আমরা জানি না। সেই বিক্রেতাকে বেঁধে দেয়া দরের কথা জানালে তিনি বলেন, এই দামে কীভাবে বিক্রি করবো? পাইকারি বাজারে, আড়তে এসব পণ্যের দাম বেশি। সেখানে দাম না কমলে খুচরা বাজারে কীভাবে কমবে?
স্বাআলো/এস
.
