চুয়াডাঙ্গায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৬৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার জীবননগরে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জীবননগর বাজার, উপজেলা গেট ও হাসপাতাল রোড এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১২৪০ টাকায় কেনা ১২ কেজির সিলিন্ডার গ্যাস ১৪৫০ টাকায় বিক্রির প্রমাণ মেলায় মেসার্স জীবননগর গ্যাস হাউজের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করা ও পাইকারি ও খুচরা গ্যাস বিক্রয়ের ভাউচার প্রদান না করার অপরাধে মেসার্স মিনহাজ গ্যাস ঘরের মালিক মতিয়ার রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় জীবননগর কাচা বাজারে আলু, পেয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য তদারকি করা হয় এবং সবাইকে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ ও সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

স্বাআলো/এসএ

.

Author
মফিজুর রহমান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা
জেলা প্রতিনিধি