বিপিএলের সাত দলের নাম ঘোষণা, খেলা শুরু ১০ জানুয়ারি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসর সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলোর নাম ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলগুলোর নাম জানানোর পাশাপাশি বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, চলতি মাসের ২৪ তারিখে বেলা ১২টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার ড্রাফট।

এবারের বিপিএলে দলের সংখ্যা বাড়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত সেটা হয়নি। অংশগ্রহণকারী দলগুলো হলো- বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দুর্দান্ত ঢাকা।

গত আসরেও সাতটি দল অংশ নিয়েছিলো। দলগুলোর মাঝে শুধু ঢাকা ডমিনেটর্সের নাম বদল হয়েছে।

জাতীয় নির্বাচনের কারণে বিপিএল শুরুর দিন তারিখ এখনো ঠিক হয়নি। তবে কিছুদিন আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেছিলেন, ২০২৪ সালের ১০ জানুয়ারি থেকে তারা বিপিএল শুরুর আশা করছেন।

জানুয়ারিতে শুরু করে ফেব্রুয়ারিতে বিপিএল শেষ করার একটা লক্ষ্য আছে বিসিবির। কারণ এরপরই আছে শ্রীলঙ্কা সিরিজ।

স্বাআলো/এসএ

.

Author
স্পোর্টস ডেস্ক