ইবিতে বাড়ছে সাপের উপদ্রব, আতঙ্কে শিক্ষার্থীরা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিষধর সাপের উপদ্রব বেড়েছে। আবাসিক হল, রাস্তাসহ বিভিন্ন স্থানে এসব সাপের উপদ্রবের কারণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, লালন শাহ হল ও ক্যাম্পাসের বিভিন্ন রাস্তায় বিষাক্ত সাপ দেখেছে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ঝোপঝাড় বেড়ে যাওয়ায় সাপের উপদ্রব বেড়েছে বলে দাবি করছেন শিক্ষার্থীরা।

একাধিক শিক্ষার্থী অভিযোগ করেন, ক্যাম্পাস ঝোপঝাড়ে ভরে গেছে। সাপের ব্যাপক উপদ্রব দেখা দেয়ায় আবাসিক হলে বিশেষ করে নিচতলায় থাকা অনিরাপদ হয়ে উঠেছে। এ ছাড়া রাস্তাঘাটেও চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ জন্য সবাইকে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে যেকোনো সময় সাপের কামড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সাপ নিধনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঝোপঝাড়ে পূর্ণ। এমনকি আবাসিক হলের চারপাশ ঝোপঝাড়ে ভরে গেছে। ফলে গরমের কারণে সন্ধ্যার পর এসব বিষধর সাপ ঝোপ থেকে বেরিয়ে আসছে প্রতিনিয়ত। সাপের উপদ্রব রোধে কোনো ব্যবস্থা না থাকায় আবাসিক হল, রাস্তাঘাটসহ এসব সাপ বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, কার্বলিক এসিড দেয়ার জন্য সংশ্লিষ্ট হল প্রভোস্টদের অবহিত করা আছে। আজ ফের অবহিত করা হবে, যাতে হলগুলোর চারপাশ পরিষ্কার করার পাশাপাশি এসিড দেয়া হয়।

স্বাআলো/এস