নাটোরের সিংড়ায় পুকুরে ডুবে সাদিয়া (৭) ও খাদিজা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শাঐল বুদারবাজার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে ও তার ফুফাতো বোন।
স্থানীয়রা জানায়, এদিন দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু দুইটি। দীর্ঘক্ষণ তাদের খোঁজ পাওয়া যায়নি। একপর্যায়ে বিকেল ৪টার দিকে দুইজনের লাশ পুকুরের পানিতে ভেসে উঠে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মিজানুর রহমান বলেন, পুকুরে ডুবে মৃত্যুর বিষয়টি শুনেছেন। তবে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।
স্বাআলো/এসএস
.
Author