যশোরের র্যাব-৬ অভিযান চালিয়ে সাত বছরের শিশুকে ধর্ষণকারী শাকিরুল (২২) নামে এক যুবককে আটক করেছে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) নড়াইল জেলার কালিয়া উপজেলার বারইহাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক শাকিরুল একই উপজেলার বাসিন্দা।
যশোর র্যাব- ৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত ১৫ সেপ্টেম্বর সকাল দশটার দিকে সাত বছরের শিশু তার মাকে খুঁজতে যাচ্ছিলো। এ সময় শাকিরুল বালির ট্রলি নিয়ে যাওয়ার সময় একা পেয়ে শিশুটিকে বাগানে নিয়ে ধর্ষণ করে। শিশুটির ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার আগেই শাকিরুল পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বিষয়টি র্যাবের নজরে আসলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার তাকে আটক করা হয়েছে।
স্বাআলো/এসএ
.
Author
