বাগেরহাট সদরের সংসদ সদস্য (এমপি) শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, বিএনপি-জামায়াতসহ স্বাধীনতা বিরোধীরা আবারো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশে- ও বিদেশে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের ব্যাপক উন্নয়ন অব্যাহত রাখতে জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারো সরকার গঠন করতে হবে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাটে আগমনের প্রাক্কালে খানজাহান আলীর মাজার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যকালে এ কথা বলেন।
জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসিরের আহবানে উপস্থিত হওয়া জমায়েতে বক্তব্য শেষে এমপি শেখ তন্ময় খানজাহান মাজার মোড়ে নব-নির্মিত সদর উপজেলা আওয়ামী লীগের অফিস আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে আওয়ামী লীগ অফিস উদ্বোধন অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ তন্ময় এমপির আগমন উপলক্ষে এবং খানজাহান আলীর মাজার মোড়ের সমাবেশে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা বাবুল বিশাল মিছিল নিয়ে আসেন।
স্বাআলো/এসএ
.
