মাগুরা স্থানীয় সরকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

`সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’, এই স্লোগান নিয়ে দেশে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস।

দিবসটি উপলক্ষে রবিবার (১৭ সেপ্টেম্বর) মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ চাঁদের হাটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক শাহাদাত হোসেন মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন- আব্দুল কাদের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা আওয়ামী লীগের সভাপতি আফম. আব্দুল ফাত্তাহ, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনম ওহিদুজ্জামান, চেয়ারম্যান সদর উপজেলা আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলামসহ পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় সরকার পরিষদে নির্বাচিত জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, দিবসটি উদযাপনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

স্বাআলো/এস

.

Author
লিটন ঘোষ জয়, মাগুরা
জেলা প্রতিনিধি