স্বাগতিক শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে অষ্টম বারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তুললো ভারত। রবিবার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের দেয়া ৫১ রানের মামুলি লক্ষ্যে ভারত পৌঁছে গেছে মাত্র ৬ দশমিক ১ ওভারে। সেটিও আবার কোনো উইকেট না হারিয়েই।
শুভমান গিল ১৯ বলে ২৭ ও ইশান কিশান ১৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।
এর আগে, টসে জিতে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম ওভারে জসপ্রীত বুমরাহর বলে আউট হন কুশল পেরেরা। রানের খাতাই খুলতে পারেননি এই বাঁহাতি। এরপর রীতিমতো লঙ্কাকাণ্ড ঘটান মোহাম্মদ সিরাজ।
চতুর্থ ওভারে তুলে নেন চারটি উইকেট। এরপর লঙ্কান দলপতি দাসুন শানাকা ও কুশল মেন্ডিসকেও সাজঘরে পাঠান তিনি।
৭ ওভার বোলিং করে মাত্র ২১ রান দিয়ে ৬টি উইকেট নেন সিরাজ। ওয়ানডেতে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং।
স্বাআলো/এস
.
