এশিয়া কাপের ফাইনাল ঘিরে ‘দুঃসংবাদ’, ভারী বৃষ্টির সম্ভাবনা

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। রবিবার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসায় শিরোপা জয়ের উল্লাসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে নামবে দল দুটি।

এদিকে ফাইনালে ভারত-শ্রীলঙ্কার আরেক প্রতিপক্ষ হতে পারে বেরসিক বৃষ্টি; যা কিনা এশিয়া কাপের ফাইনাল ঘিরে দুঃসংবাদই বটে। কেননা, এবারের মহাদেশীয় সেরার লড়াইয়ে ঘুরেফিরেই আসছে বৃষ্টির প্রসঙ্গ। ক্রিকেটীয় দ্বৈরথে দলগুলোর বড় প্রতিপক্ষও বেরসিক বৃষ্টি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে প্রতিদিনই বৃষ্টি বাগড়া দিচ্ছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ফাইনালে ৮০ থেকে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দুপুর একটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

এদিকে নিয়ম অনুযায়ী, ম্যাচের ফল পেতে দুই দলকে অন্তত ২০ ওভার করে খেলতে হবে। আর ফাইনাল বিবেচনায় রিজার্ভ ডে বা সংরক্ষিত দিন রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ফলে এদিন দুই দল কোনোভাবেই অন্তত ২০ ওভার করে খেলতে না পারে, তাহলে শিরোপা নির্ধারণী ফাইনাল খেলা গড়াবে রিজার্ভ ডে’তে। এর মানে যেখানে খেলা শেষ হবে, পরের দিন সোমবার (১৮ সেপ্টেম্বর) সেখান থেকে শুরু হবে খেলা হবে। তবে দুইদিনই বৃষ্টিতে ভেসে গেলে দুই দলকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

স্বাআলো/এসএস

.

Author
স্পোর্টস ডেস্ক