বর্ডার গার্ড ব্যাটালিয়নের মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বিএএম, এনডিসি,পিএসসি রবিবার (১৭ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকা পরিদর্শন করেন।
এদিন দুপুর ২টার দিকে তিনি দর্শনা সীমান্তে এসে পৌঁছালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি তাকে অভ্যর্থনা জানান।
এরপর তিনি বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখায় ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন- কৃষ্ণনগর ব্যাটালিয়নের ডিআইজি একে আরিয়া, ৩২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডেন্ট সুজিত কুমার, ৫৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট বিপিন পানথেরীসহ স্টাফ অফিসার।
অপর দিকে বিজিবি মহাপরিচালকের সঙ্গে ছিলেন- বিজিবি অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) ব্রিগেডিয়ার জেনারেল খায়রুল বাশার পিএসসি, বিজিবি যশোর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, কুষ্টিয়া বিজিবি সেক্টরের কমান্ডার কর্ণেল এমারত হোসেন, ৫৮ বিজিবি ভারপ্রাপ্ত পরিচালক মেজর রাকিবুল হাসান, ৪৭ বিজিবি পরিচালক লে.কর্ণেল রফিকুল ইসলাম, কুষ্টিয়া সেক্টরের কর্মকর্তা মেজর মেহেদী হাসান, মেজর সেলিম, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী ও ৫৮ বিজিবি সহকারী পরিচালক সাইফুল ইসলাম।
সীমান্ত পরিদর্শন শেষে বর্ডার গার্ড ব্যাটালিয়নের মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বিএএম, এনডিসি,পিএসসি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
স্বাআলো/এস
.
Author
