বাগেরহাটে ৩ জঙ্গি সদস্যের বিরুদ্ধে মামলা

বাগেরহাটের রামপালসহ দেশের বিভিন্ন স্থান থেকে তিন জঙ্গি সদস্যকে গ্রেফতারের শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে রামপাল থানায় সন্ত্রাসবাদ বিরোধী আইনে একটি মামলা দায়ের হয়েছে।

ঢাকার এন্টি টেরোরিজম ইউনিটের এসআই আ. রহিম চৌধুরী বাদী হয়ে ২০১৩ সালের সন্ত্রাসবাদ বিরোধী আইনে এ মামলাটি দায়ের করেন।

মামলার আসামি জঙ্গি সদস্যরা হলেন- বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার আজরা দিয়াপাড়া গ্রামের আ. রশিদ মোল্লার ছেলে শীর্ষ জঙ্গি প্রধান জুয়েল মোল্লা (২৯), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সরদার পাড়ার (স্কুল পাড়া) মৃত আশরাফুল ইসলামের ছেলে সংগঠনের দ্বিতীয় প্রধান রুহুল হোসেন রাহুল (২১) ও একই থানার নলডাঙ্গা গ্রামের মকছেদ আলীর ছেলে গাজীউল ইসলাম (৪০)।

রামপাল থানা পুলিশ ও ঢাকার এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) ছানোয়ার হোসেন (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) এর দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূইয়্যাহ’ (আল জিহাদী) নামের একটি উগ্রবাদী সংগঠন করে তারা সশস্ত্র উগ্রবাদী মতবাদের ব্যাপক প্রচার-প্রচারণা ও নানামুখী উসকানীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলো। নতুন ওই সংগঠনের শীর্ষ নেতা ও অন্যান্য সদস্যরা আইটি সম্পর্কে অধিকতর জ্ঞান অর্জন, বোমা তৈরীর কৌশল শিক্ষা এবং সংগঠন পরিচালনার জন্যে অর্থ সংগ্রহের চেষ্টা চালিয়ে আসছিলো। এন্টি টেরোরিজম এর ইউনিটের একাধিক টিমের সদস্যরা বিভক্ত হয়ে রামপালের ফয়লাহাট থেকে জঙ্গি প্রধান জুয়েল মোল্লাকে ১৩ সেপ্টেম্বর রাতে আটক করেন। তার কাছ থেকে সংগঠনের নতুন আটটি পতাকা জব্দ করে এন্টি টেরোরিজম এর সদস্যারা। তার দেয়া তথ্যমতে জয়পুরহাটের আক্কেলপুর থানার সরদারপাড়া থেকে গত ১৫ সেপ্টেম্বর দ্বিতীয় শীর্ষ জঙ্গি রুহুল হোসেনকে আটক করে। তার দেয়া তথ্যমতে ঢাকার ভাসানটেক এলাকা থেকে জঙ্গি মো. গাজীউল ইসলামকে গ্রেফতার করা হয়। এরা সদস্য সংগ্রহের জন্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘সাহেবের কিরান বারাহ’ (দারুল জান্নাত) নামে সিক্রেট অনলাইন গ্রুপ ব্যাবহার করে অসংখ্য সদস্য সংগ্রহ করেছে। তাদের কেউ কেউ নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম বা আনসার উল্লাহ বাংলা টিমের অনুসারী হলেও নতুন সংগঠন করে নিজস্ব পরিকল্পনায় নিজেদের মত করে দেশব্যাপী সশস্ত্র হামলা পরিচালনার পরিকল্পনা করে আসছিলো। ইতিমধ্যে অসংখ্য যুবক এ সংগঠনের সদস্যপদ গ্রহণ করেছে। এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যারা তাদের নামের তালিকা করে দেশব্যাপী অভিযান পরিচালনা করছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ প্রতিবেদককে জানান, নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূইয়্যাহ (আল জিহাদী) এর তিনজন সদস্যকে আটক করেছে এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা। এদের শীর্ষ জঙ্গি জুয়েলকে রামপালের ফয়লাহাট থেকে প্রথম আটক করায় রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গ্রেফতার দেখিয়ে সন্ত্রাসবাদ বিরোধী আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

স্বাআলো/এসএস

.

Author
আজাদুল হক, বাগেরহাট
জেলা প্রতিনিধি