গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী কাঠালবাড়ি রোডে এসকেএফ ফার্মাসিউটিক্যালসের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে টঙ্গী ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর দ্রুত টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়। পরে উত্তরা ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের সহকারী উপপরিচালক শাহজাহান সরদার।
শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্বাআলো/এসএস
.
Author
