এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছে ভারত-শ্রীলঙ্কা

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে টানা দ্বিতীয়বার এশিয়ান শ্রেষ্ঠত্ব অর্জনে মুখিয়ে আছে লঙ্কানরা। এদিকে, সপ্তমবারের মতো এশিয়া কাপ ঘরে তুলতে মরিয়া ভারত।

রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় এশিয়া কাপের ফাইনালে মাঠে নামবে ভারত ও শ্রীলঙ্কা।

এ পর্যন্ত এশিয়া কাপে সবচেয়ে বেশিবার ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। রোহিত শর্মার দল আসরের হট ফেভারিট হলেও এশিয়া কাপে লঙ্কানদের ইতিহাসটাও বেশ সমৃদ্ধ। ১৬ আসরের ১২টিতে ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। বিপরীতে ১০বার ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। ফাইনালে নবমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে এই দুই প্রতিপক্ষ।

ভারতকে হারাতে কি করতে হবে ম্যাচের আগে তা সরাসরিই বলে দিয়েছেন অধিনায়ক দাসুন শানাকা। তিনি বলেছেন, দেখুন, ম্যাচের পুরো বিষয়টাই পিচের ওপর নির্ভর করে। ভারতের বিপক্ষে বোলিং লাইনআপটা এমনভাবে সাজাতে চাই, যাতে শুরুতে বেশ কিছু উইকেট তুলে নেয়া যায়। আমাদের দলের তরুণ ক্রিকেটাররা নিজেদের দক্ষতা বিশ্বমঞ্চে তুলে ধরতে নিজেদের সেরাটা দিয়েই খেলে, যেটা আমাদের জন্য ইতিবাচক।

এ দিকে ভারতীয় ওপেনার শুভমান গিল বলেছেন, বিশ্বকাপের আগে ম্যাচ জয়ের ধারাবাহিকতা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। এক বা দুই ম্যাচ হারলেও মোমেন্টাম ধরে রাখা জরুরি। আর সেজন্যই এই মুহূর্তে এশিয়া কাপের ফাইনাল জেতাটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

স্বাআলো/এসএস

.

Author
স্পোর্টস ডেস্ক