সাতক্ষীরায় ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

ফাইল ছবি

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো সাতজনে। এসময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১৯ জন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন রোগী ভর্তি হয়েছেন।

ডা. জয়ন্ত সরকার জানান, এ পর্যস্ত সাতক্ষীরা জেলায় ৫৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। ৪৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৫৬ জন চিকিৎসাধীন আছেন এবং ৪০ জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে।

স্বাআলো/এসএস

.

Author
জেলা প্রতিনিধি, সাতক্ষীরা