সরকারের দেয়া নির্দেশনা মানছেনা বাগেরহাটের অসাধূ ব্যবসায়ীরা । সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু ও পেঁয়াজ বিক্রয়ের অপরাধে চার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর।
বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারে শনিবার (১৬ সেপ্টেম্বর) আকস্মিক অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
এ বিষয়ে তিনি রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এ প্রতিবেদককে বলেন, সরকার নির্ধারিত মূল্যে পেঁয়াজ, আলু, ডিম ও সয়াবিন তেল বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে বাগেরহাটের যাত্রাপুর বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। এসময় মূল্য তালিকা না থাকা ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু ও পেঁয়াজ বিক্রয়ের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করবেন না বলে অঙ্গীকার করেছেন।
তিনি আরো বলেন, আমরা জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার রক্ষায় লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙ্গানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদ করা থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়।
স্বাআলো/এসএস
.
